অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ‘বিগেনারস গাইড টু প্রফেশনাল সিভি রাইটিং’ সেমিনার

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এডাস্ট ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার’ এর উদ্যেগে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও দক্ষতা অর্জনে সহায়ক ‘বিগেনার’স গাইড টু প্রফেশনাল সিভি রাইটিং’ নামক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ্যাড. লিয়াকত শিকদার।

এদিন অনুষ্ঠানের মূল আলোচনা শেষে শিক্ষার্থীদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ জাহাঙ্গীর আলম ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ্যাড. লিয়াকত শিকদার শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য দেন। পাশাপাশি ভবিষ্যতে ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার কিভাবে ছাত্রছাত্রীদের আরো উৎসাহিত এবং অনুপ্রাণিত করতে পারে সে ব্যাপারে মতামত দেন। এছাড়া ভবিষ্যতে ক্যারিয়ার বিষয়ক আরো সেমিনার, ওয়ার্কশপ এবং জব ফেস্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করার আশাও ব্যক্ত করেন তাঁরা।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক নুসরাত জাহান শুচি, শিক্ষা বিভাগের প্রভাষক নওরীন সুলতানা, ইইই বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান এবং সিএসই বিভাগের প্রভাষক রাইমা অধিকারীর যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের অ্যাডভাইজার, চেয়ারম্যান, কো-অর্ডিনেটর সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img