আগামী নির্বাচন কেমন হবে সে বিষয়ে জানতে চেয়েছে জাপান। পাশাপাশি আগামী দিনের বাংলাদেশ কোথায় যাবে সেসব বিষয়ও জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জাপানের ইয়ামা কিমিনোরি।
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে জাপানের রাষ্ট্রদূত এসব বিষয় জানতে চেয়েছেন বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৪ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান আমীর খসরু। তিনি বলেন, সরকার বদল হলেও দুই দেশের সম্পর্ক অব্যাহত দেখতে চায় জাপান।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, তারা (জাপান) জানতে চায় আগামীতে কী হবে? আগামী দিনের বাংলাদেশ কী রকম হবে, নির্বাচন কী রকম হবে তা জানতে চাচ্ছে।
যুক্তরাষ্ট্র নিয়ে প্রধানমন্ত্রীর শনিবারের বক্তব্যের প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশের মানুষ কই যাবে সেটা তাদের সিদ্ধান্ত, দেশের প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত নিতে পারেন না।
এর আগে জাপানের রাষ্ট্রদূত বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধি দলের সঙ্গে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে ছিলেন। অন্যদিকে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব মিস ইগাই বৈঠকে ছিলেন।
এর আগে গত ১ জুন সিইসির সঙ্গে বৈঠকে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ইসি কী পরিকল্পনা নিয়েছে তা জানতে চান জাপানের রাষ্ট্রদূত।
এমজে/