চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। পাঁচলাইশ থানাধীন গ্রিনভিউ এলাকা থেকে গত শনিবার বিকেল পৌনে তিনটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২২ মে) বেলা পৌনে ১১টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় র‌্যাব-৭।

গ্রেফতাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন নিমবাড়ি গ্রামের মো. ইউনুছের ছেলে মো. আরিফ (৩৪) এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন কচিন বাজার গ্রামের মো. লাল মিয়ার ছেলে মো. আব্দুল কাদের (৩৭)।

র‌্যাব-৭ জানিয়েছে, চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন গ্রিনভিউ এলাকার আশেপাশে ডাকাতির উদ্দেশে কয়েকজন অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি টিপ ছোরা, ছিনতাই ও মাদক বিক্রির নগদ এক লাখ টাকা এবং তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানিয়েছে, গ্রেফতার আসামি আরিফ ও কাদের এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তারা অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি ইত্যাদির মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতো। আরিফ ওই ডাকাত দলের নেতা হিসেবে কাজ করে। এলাকার লোকজন তাদের ভয়ে মুখ খোলার সাহস করতেন না।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img