হালদা নদীতে মা মাছের হালকা ডিমের নমুনা মিলেছে

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মা মাছের ডিমের নমুনা দেখা গেছে। গতকাল বুধবার (১৭ মে) বিকালে নদীর কিছু কিছু অংশের এই ডিমের নমুনা পাওয়া গেছে বলে জানা যায়।

সোম, মঙ্গলবার রাতে ও বূধবার দিনের বেলায় মেঘের গর্জন ও বৃষ্টি হলে মা মাছ নদীর বিভিন্ন স্পটে ডিমের নমুনা দের ।তবে বেশি পরিমান ডিম দেয়নি বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারীরা। এখন মা মাছ ডিম ছাড়ার ভরা মৌসুম ।

আজ বা কাল বৃষ্টি ও মেঘের গর্জন পাহাড়ি ঢল হালদায় প্রবেশ হলে মা মাছ পুরোদমে ডিম দেবে বলে আশা করেন ডিম সংগ্রহ কারীরা। হয়তো আজ রাতেও ডিম দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার কিছু কিছু ডিম পাওয়া যায় নয়াহাট এলাকার দুই একটি ডিম ছাড়ার স্পটে। কয়েকজন ডিম সংগ্রহ কারী নদীতে জ্বাল নিয়ে নামলেও তেমন বেশি ডিম মিলেনি । ডিমের পরিমান একেবারে কম । কয়েকজন ডিম সংগ্রহ কারী নদীতে জ্বাল ফেলে মাত্র ২ /৩ গ্রাম মতো ডিম সংগ্রহ করেছে।

হালদা পাড়ের ডিম সংগ্রহ কারী মোঃ কামাল সওদাগর জানান, মা মাছ এখনো ডিম পুরোদমে ছাড়েনি । আরো দুই এক দিন মেঘের গর্জন ও তীব্র বৃষ্টি সহ পাহাড়ি ঢল হালদায় প্রবেশ করলে ডিম দেবে মা মাছ । আগামী দুই একদিনের মধ্যে ডিম দেবে বলে মনে করেন ডিম সংগ্রহ কারীরা ।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img