ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু চার হাজার ১২০ জনের

ভারতে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার দিন ধরে সাড়ে তিন লাখের আশপাশে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সে দেশে আক্রান্ত হয়েছে তিন লাখ ৬২ হাজার ৭২৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে দুই কোটি ৩৭ লাখ তিন হাজার ৬৬৫ জন। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো ভারতে দৈনিক মৃত্যু গত ২৪ ঘণ্টায় চার সহস্রাধিক। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনার মৃত্যু হয়েছে চার হাজার ১২০ জনের। করোনায় ভারতে মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৫৮ হাজার ৩১৭ জনের।

ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে বড় একটা অংশ সুস্থও হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় সে দেশে সুস্থ হয়েছে সাড়ে তিন লাখের বেশি কোভিড রোগী। ফলে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ছয় হাজার ৪২৬ জন। তবে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা এখনও ৩৭ লাখের বেশি।

এদিকে, ভারতে বিভিন্ন রাজ্যে টিকার অভাব দিয়েছে। সেজন্য টিকাকরণ কর্মসূচি কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে টিকা দেওয়া হয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ২৬৫ জনকে। এ নিয়ে দেশটিতে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৭ কোটি ৭২ লাখের বেশি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img