আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে দেয়া সম্মাননা ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড -২০২২’ পেয়েছেন নেত্রকোনার সফল মা জাহানারা আক্তার।
রোববার (১৪ মে) ঢাকা ক্লাবে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে জাহানারা আক্তারসহ ৩৬ মায়ের হাতে এ সম্মাননা তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বেসরকারি প্রতিষ্ঠান আজাদ প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড এই অনুষ্ঠানের আয়োজন করে।
‘রত্নগর্ভা মা ‘ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়েদের প্রতি অত্যন্ত সংবেদনশীল। এ কারণে তিনি মাতৃত্বকালীন ছুটিসহ দরিদ্র মায়েদের জন্য গর্ভকালীন ভাতাও চালু করেছেন।
তিনি আরো বলেন, মা সন্তানের জীবনের অবিচ্ছেদ্য অংশ। শাশ্বত কাল থেকেই সন্তানের সফল ও পরিপূর্ণ জীবন গঠনে মায়েদের প্রভাব অনস্বীকার্য। তাই মায়েদের কাজের যথাযথ মূল্যায়ন করতে হবে। মা এর প্রতি নয় অবহেলা, নয় নির্যাতন। মাকে ভালোবাসতে হবে ।
নেত্রকোনা সদর পৌরসভার নতুন হাসপাতাল রোডের বাসিন্দা জাহানারা আক্তার ১৯৭৭ সালে পঞ্চম শ্রেণীতে পড়াকালে মোহাম্মদ মুজিবুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চার সন্তানের জননী জাহানারা আক্তার নিজে পড়াশোনা করতে না পারলেও সন্তানদের পড়াশোনায় তিনি বিন্দুমাত্র ছাড় দেননি । তিনি সন্তানের মধ্যে নিজের স্বপ্নের বীজ বপন করেন। শুধু তা-ই নয়, নিজের চেষ্টা ও শ্রম দিয়ে সন্তানদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন। চার সন্তানের সবাই এখন উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত ।
এদিকে ‘রত্নগর্ভা মা’ সম্মাননা পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জাহানারা আক্তার বলেন, যারা পুরস্কার দিয়েছে তাঁদের কাছে আমি কৃতজ্ঞ । সন্তানদের কষ্ট করে পড়াশোনা করিয়েছি । তারা এখন প্রতিষ্ঠিত । এটা দেখেই ভালো লাগছে। আমি চাই আমার সন্তানরা সারাজীবন ভালো থাকুক । সৎভাবে মানুষের জন্যে কাজ করুক ।
মায়ের হাতে ‘রত্নগর্ভা মা’ এর সম্মননা দেখে জাহানারা আক্তারের প্রথম সন্তান রূপায়ণ সিটি উত্তরার সিইও এম মাহবুবুর রহমান বলেন, আজকের এই দিনটি অন্য যেকোনো সময় থেকে বেশি আনন্দের, আবেগের ও গর্বেরও বটে । কারন সন্তানের জন্য যখন মা পুরস্কৃত হন, এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না । আমার নিজের যে পরিচয় তার বাইরে ও নতুন আরেকটি পরিচয় যুক্ত হলো সেটা হচ্ছে আমি ‘রত্নগর্ভার সন্তান ।’
আজাদ প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ ও ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল।
অনুষ্ঠানে স্পিকার সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন ও বিশেষ ক্যাটাগরিতে ১১ জন রত্নগর্ভা মাকে সম্মাননা দেন। এছাড়া ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ সম্মাননা পান বিশিষ্ট মঞ্চনাট্যকার, চলচ্চিত্র পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ।