যুদ্ধকবলিত সুদানে ক্রসফায়ারে নিহত হয়েছেন দেশটির জনপ্রিয় কণ্ঠশিল্পী শাডেন গার্ডুড।
আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ওমদুরমান শহরে সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে শুক্রবার সংঘর্ষের সময় তিনি নিহত হন।
সুদানের দুই বাহিনীর মধ্যে যুদ্ধের শুরু থেকে ওমদুরমান শহরে তীব্র লড়াই চলছে। শহরটিতে কোনো পক্ষই এখনো নতি স্বীকারে রাজি নয়।
কণ্ঠলিল্পী গার্ডুড এল-হাশমাব এলাকায় বসবাস করতেন। সুদানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ভবনের কাছে অবস্থিত এলাকাটি যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শাডেন গার্ডুড তার অঞ্চলে শান্তি ও নিরাপত্তার বিষয়ে সোচ্চার ছিলেন। তিনি দক্ষিণ কর্দোফানের তার প্রান্তিক সম্প্রদায় বাগ্গারা সংস্কৃতির উন্নয়নে কাজ করেন।
এদিকে গার্ডুডের মৃত্যুর খবর নিশ্চিতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন ভক্তরা।
দেশটির বাসিন্দারা এভাবে তার মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছেন না।
বিভিন্ন পোস্টে তার বাড়িতে মর্টাল শেলের আঘাতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।
সম্প্রতি গার্ডুড যুদ্ধের বিরোধিতা করে ফেসবুকে সরব হন। এক পোস্টে তিনি লেখেন, ‘আমরা ঘরে ২৫ দিন ধরে বন্দী। আমরা ক্ষুধার্ত। তীব্র ভীতিকর পরিস্থিতিতে বেঁচে আছি, কিন্তু নৈতিকতা ও মূল্যবোধে পরিপূর্ণ।’
গার্ডুডের ১৫ বছর বয়সী ছেলে আছে। তিনি তার মা ও বোনের সঙ্গে থাকতেন।
এমজে/