চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ

ঘূর্ণিঝড় মোখার আঘাত থেকে বন্দরের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা ‘এলার্ট- ৪’ জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্দরের সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (১৩ মে) সকালে বন্দর কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করে। বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এর সত্যতা নিশ্চিত করেছেন।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরে ‘এলার্ট- ৪’ জারি করা হয়েছে। বন্দরের কনটেইনার উঠা-নামাসহ সকল ধরনের কনটেইনার হ্যান্ডলিং বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্দর জেটির সুরক্ষায় আজ (শনিবার) সকাল থেকে বন্দরের জেটি থেকে সকল জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে। বন্দরের নিকটবর্তী এলাকায় নোঙরে থাকা সকল লাইটার জাহাজকে কর্ণফুলী নদীতে সরিয়ে ফেলা হয়েছে। বড় জাহাজগুলোকে বন্দরের বহিঃনোঙরে পাঠানো হয়েছে। বন্দরের জেটি, ইকুইপমেন্টসহ বন্দরের চ্যানেলের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img