রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলের একটি গ্রামে ইউক্রেনের হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ওই অঞ্চলের মেয়র এ তথ্য নিশ্চিত করেছেন বলে রাশিয়ার গণমাধ্যমে জানানো হয়েছে।
দুই দেশের মধ্যকার সীমান্তের পূর্ব দিকে অবস্থিত সুজেমকা গ্রামে ইউক্রেন গোলাবর্ষণ করেছে। ব্রিয়ানস্ক অঞ্চলের মেয়র আলেকজান্ডার বোগোমাজ রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন বলে রাশিয়ার তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়।
গভর্নর জানান, বড় ধরনের হামলার আগে সুজেমকাতে একটি আবাসিক ভবনে একটি কামানের আঘাত লাগে। এর ফলে আংশিক ক্ষতি হয় এবং একজন আহত হয়। পূর্ব ইউক্রেনের কর্মকর্তারাও জানিয়েছেন যে ইউক্রেনের গোলাগুলিতে দোনেৎস্ক শহরে আট বছর বয়সী একটি মেয়ে শিশুসহ ৯ জন নিহত হয়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, দেশটির মধ্যাঞ্চলীয় চেরক্যাসি অঞ্চলের উমান শহরের একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে চার শিশুসহ ২৫ জন প্রাণ হারান। হামলায় ওই ভবনের ৪৬টি অ্যাপার্টমেন্টের মধ্যে ২৭টিই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এদিকে ইউক্রেনের এক সামরিক গোয়েন্দা কর্মকর্তা শনিবার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় ৪০ হাজার টন তেলের ধারণক্ষমতাসহ ১০টিরও বেশি জ্বালানি স্টোরেজ ট্যাংক ধ্বংস করা হয়েছে। তবে দুই পক্ষই বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলার কথা অস্বীকার করে আসছে।
সূত্র : আলজাজিরা