উৎসব মুখর পরিবেশে চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচন ভোট গ্রহণ

চট্টগ্রাম-৮ আসনের (চান্দগাঁও-বোয়ালখালী) উপ নির্বাচনে সকাল ৮টা থেকে ১৯০টি ভোট কেন্দ্রে চলছে ভোটারদের স্বতস্ফূর্ত অংশ গ্রহণে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ।

সকাল ৮টা বাজার আগে থেকেই প্রায় কেন্দ্রে ভোটাররা এসে ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। ৮টা বাজার সাথে সাথেই ভোট গ্রহণ শুরু হয়।

নগরীর অংশ ও বোয়ালখালী উপজেলার ১৯০টি কেন্দ্রের ১৪১৪টি ভোটকক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

সকাল সোয়া ৮টায় ৬ নং ওয়ার্ডের বহদ্দারহাট মোড়ের এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটাদের দীর্ঘ লাইন। এদিকে বোয়ালখালী উপজেলা সদর গোমদন্ডী হাই স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায় একই দৃশ্য। পুরুষ এবং মহিলা বুথের সামনে ভোটারদের দীর্ঘ লাইন।

এই আসনের আজকের উপ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নোমান আল মাহমুদসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যান্য প্রার্থীরা হলেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মোহাম্মদ আবদুস সামাদ (মোমবাতি), এনপিপির কামাল পাশা (আম), স্বতস্ত্র প্রার্থী মীর মো. রমজান আলী (একতারা)।

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। নির্বাচনে ১৯০টি ভোটকেন্দ্রে ১৯০ জন প্রিসাইডিং কর্মকর্তা, এক হাজার ৪১৪ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ ৪ হাজার ৪৩২জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর ২ হাজার ৮২৮ জন দায়িত্বে রয়েছেন। এছাড়াও ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্বে রয়েছেন।

চট্টগ্রাম-৮ আসনের আজকের ভোট গ্রহণে ১৯০টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন-২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে ১৭জন পুলিশ ও আনসার দায়িত্ব পালন করছেন। আর সাধারণ প্রতিটি কেন্দ্রে ১৬জন পুলিশ ও আনসার দায়িত্ব পালন করছেন। এছাড়াও ১৯টি মোবাইল টিম এবং র‌্যাবের ৬টি স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে। ৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন।

ভোট কেন্দ্র ও ইভিএমের সংখ্যা: চট্টগ্রাম-৮ আসনে মোট ১৯০টি ভোট কেন্দ্রের ১৪১৪টি ভোটকক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আজ বৃহস্পতিবার সকাল থেকে ভোট গ্রহণ চলছে।

গতকাল প্রতিটি ভোট কেন্দ্রে ইভিএমসহ ভোট গ্রহণ কর্মকর্তারা অবস্থান নিয়েছেন এবং আজকে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণের জন্য ২১২১টি ইভিএম ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কাজে ব্যবহৃত হচ্ছে।

ভোটার এবং ভোট গ্রহণ কর্মকর্তা: আজকের ভোট গ্রহণের জন্য ১৯০ কেন্দ্রে এক প্রিসাইডিং কর্মকর্তা, একজন করে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও দুইজন করে পোলিং অফিসার দায়িত্ব পালন করেছেন। মোট ৪ হাজার ৪৩২ জন ভোট গ্রহণ কর্মকর্তা কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ড এবং বোয়ালখালী পৌরসভা ও উপজেলার কধুরখীল, পশ্চিম ও পূর্ব গোমদন্ডী, শাকপুরা, সারোয়াতলী, পোপাদিয়া, চরণদ্বীপ, আমুচিয়া ও আহলা করলডেঙ্গা ইউনিয়ন নিয়ে চট্টগ্রাম-৮ আসন গঠিত।

এই আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮জন ভোটার আজকের ভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। শুধু বোয়ালখালী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার।

উল্লেখ্য, এই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ মারা গেলে আসনটি শূন্য ঘোষিত হয়।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img