সিঙ্গাপুরে জিততে চায় বাংলাদেশ

জাতীয় নারী ফুটবল দল মিয়ানমার সফরে যেতে না পারায় অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। তবে সিনিয়ররা যেতে না পারলেও তাদের অনুজরা সিঙ্গাপুর যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টের বাছাই খেলতে। প্রতিপক্ষ শক্তিশালী তুর্কমেনিস্তান ও স্বাগতিক সিঙ্গাপুর।

এই দুই দলের বিপক্ষে জয় প্রত্যাশা করছে বাংলাদেশ। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী বলেন, ‘এই টুর্নামেন্টে আমরা কোয়ালিফাই করতে চাই। তুর্কমেনিস্তানের সঙ্গে অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা থাকলেও অনূর্ধ্ব-১৭ পর্যায়ে নেই।

সিঙ্গাপুর স্বাগতিক হলেও আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’ এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশ খেলবে ডি-গ্রুপে। এই গ্রুপের তিন দলের মধ্যে একটি দল পরবর্তী রাউন্ডে খেলবে। ২৩ এপ্রিল সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img