নিউ মার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে বন্ধ হওয়া যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ রবিবার সকাল থেকেই সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত দুই পাশের সড়কেই যানবাহন চলছে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু গণমাধ্যমকে জানান, সকাল থেকে নিউ মার্কেটে এলাকার দুই পাশের রাস্তা খুলে দেওয়া হয়েছে।

এদিকে পুড়ে যাওয়া নিউ সুপার মার্কেটে ৬০ থেকে ৭০ জন কর্মী পরিচ্ছন্নতার কাজ করছেন।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর পর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদেরও মোতায়েন করা হয়। তাদের সহযোগিতা করেন স্বেচ্ছাসেবীরাও।

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নেভাতে গিয়ে শনিবার অন্তত ৩০ জন আহত হয়েছেন ব‌লেও জানা যায়। এদের মধ্যে দমকল বাহিনীর তিনজন কর্মকর্তা, ফায়ারফাইটার ২১ জন, ভলান্টিয়ার দুজন, আনসার সদস্য দুজন, স্কাউট একজন এবং বিমান বাহিনীর একজন সার্জেন্ট। তারা সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img