রাঙামাটির রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে চাঁদের গাড়ি গভীর খাদে পড়ে দুজন শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। নিহত শ্রমিকরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়ার মিনহাজুল করিম (২০) এবং চট্টগ্রামের হাটহাজারির মোহাম্মদ নাঈম (২৩)। গুরুতর আহতদের মধ্যে একজনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ শাহিন (২২)।

শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানিয়েছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন।

জাকির হোসেন আরও জানান, উপজেলার সীমান্ত সড়কের কাজ শেষ করে ফেরার পথে চাঁদের গাড়িটি উপজেলার গবাছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুজন নিহত ও একজন আহত হয়। হতাহতদের উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বুলবুল আহম্মদ বাসসকে জানান, শনিবার সন্ধ্যায় ইফতারের পর হাসপাতালে সড়ক দুর্ঘটনাকবলিত তিনজন রোগী আনা হলে দুজনকে মৃত পাওয়া যায়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img