ঢাকার ধামরাইয়ে মমো ফ্যাশন নামে একটি পোশাক তৈরির কারখানার নির্মাণ কাজ করার সময় ভাইব্রেটর মেশিনের তারের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শামীম হোসেন (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ মার্চ) ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় অবস্থিত মমো ফ্যাশন লিঃ নামের পোশাক কারখানায় এই ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক শামীম হেসোন (৩২) সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রোয়াপাড়া গ্রামের আলমগীর আকন্দ এর ছেলে। তিনি স্ত্রী সন্তান নিয়ে সাভারের ব্যাংক কলোনি এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন।
নিহতের নানা আব্দুল কুদ্দুস জানান, জয়পুরা এলাকার মমো ফ্যাশন কারখানার ভবনের নির্মাণ কাজ চলছে। সেখানে আমার নাতি শামীম কারখানার ছাদে কাজ করছিলো। সে সময় ভাইব্রেটর মেশিনের তারের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
কারখানাটির প্রশাসন বিভাগের কর্মকর্তা রেজাউল করিম বাদল বলেন,আমাদের কারখানার পেছনে একটি দুইতলা ভবন তৈরি হচ্ছে। সেই ভবনের ছাদ ঢালাই হচ্ছিল। সেখানে ঠিকাদারের মাধ্যমে ছাদে ঢালায়ের কাজ করছিল শামীম হোসেন। এ সময় ভাইব্রেটর মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে।