রাশিয়ার দ্রুতগতির ফুটবলে অসহায় বাংলাদেশের মেয়েরা

মেয়েদের বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে একটার পর একটা সাফল্য আছে বাংলাদেশের মেয়েদের।বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েদের রেকর্ডটা দারুণ। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শুরুটাও ছিল বাংলাদেশের দারুণ।

গত ২০ মার্চ ভুটানকে ৮-১ গোলে উড়িয়ে দিয়ে শুরুটা করেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ইউরোপিয়ান শক্তি রাশিয়ার মুখে পড়ে এলোমেলো হয়েছে বাংলাদেশের মেয়েরা।

হিমাঙ্কের নীচের তাপমাত্রা থেকে বাংলাদেশে খেলতে এসে আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেয়াটা যাদের জন্য দূরুহ হওয়ার কথা, তারাই কি না স্কিল এবং ফিটনেস দিয়ে বাংলাদেশের মেয়েদের বিপর্যস্ত করেছে।

বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে রাশিয়ার কাছে হেরেছে বাংলাদেশ ৩-০ গোলে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ৬ মিনিটের মধ্যেই এগিয়ে যায় রাশিয়া। ভাসিলিসা আভাদনকোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন রুশ ফরোয়ার্ড এলেনা (১-০)।

প্রথমার্ধের শেষ মিনিটে পরিকল্পিত আক্রমন থেকে ব্যবধান দ্বিগুন করেন রুশ অধিনায়ক এলেনা (২-০)। খেলার ৬২ মিনিটের মাথায় আনাস্তাসিয়ার গোলে ব্যবধান হয় ৩-০।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img