হাটহাজারীতে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ হস্তান্তর

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ভূমিহীন-গৃহহীণ ১৫২ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২২ মার্চ)গণভবন থেকে সারাদেশব্যাপী প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে চতুর্থ পর্যায়ে উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম হাটহাজারী পৌরসভা, ফরহাদাবাদ ও মির্জাপুর ইউনিয়নে নির্মিত ১৫২ পরিবারের মাঝে এসব হস্তান্তর করেন।

এর আগে নির্বাহী অফিসারেরর সভাপতিত্বে ও সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, সহকারী কমিশনার ভূমি আবু রায়হান, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ওসি রুহুল আমিন সবুজ প্রমূখ।

জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের আওতায় হাটহাজারীতে প্রথম ধাপে ১৫, দ্বিতীয় ধাপে ১০, তৃতীয় ধাপের প্রথম পর্যায়ে ২৪, দ্বিতীয় পর্যায়ে ৬০ পরিবারসহ মোট ১০৯ পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।

বুধবার ১৫২ পরিবারসহ সর্বমোট ২৬১ পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। একইসাথে পরিবারগুলোর জন্য ব্যবস্থা করা হয়েছে বিদ্যুত, বিশুদ্ধ পানি, জলাশয়, ইবাদত খানা ও যাতায়াতের জন্য সুব্যবস্থা।

সরকারের নির্দেশনানুযায়ী জনবসতি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান সব কিছুই প্রকল্পের কাছাকাছি রয়েছে। প্রকল্পের প্রত্যেকটি গৃহ স্বামী স্ত্রীর যৌথ নামে খতিয়ান সৃজন করা হয়েছে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img