ফেসবুকে এমপির বিরুদ্ধে পোস্ট, যুবকের ১০ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এবং প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব প্রয়াত মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদীনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ রায় দেন। একই সঙ্গে ওই যুবককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত মো. হারুনের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায়। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, ২০১৭ সালের ১ থেকে ৪ জুন পর্যন্ত এমপি নদভী ও প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিবসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ফেসবুকে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে অপপ্রচার চালান মো. হারুন।

এ ঘটনায় ওই বছরের ১৯ জুন চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন লোহাগাড়া থানা যুবলীগের আহ্বায়ক ফজলে এলাহী। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২০ সালের ১ সেপ্টেম্বর হারুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আদালত এই রায় দেন।

তিনি আরো জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img