চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে সাড়ে তিনটার দিকে নগরের গোসাইলডাঙ্গা নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। সাইফুল আলম বন্দর থানার তিন নম্বর ফকিরহাট গোসাইলডাঙ্গা এলাকার মো. হারুনের ছেলে। তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গ্রেফতারি পরোয়ানা থাকায় ছাত্রদল নেতা সাইফুল আলমকে গ্রেফতারর করা হয়েছে।
এদিকে, চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অবৈধ সরকার জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি নেতা কর্মীদের ব্যাপকহারে হত্যা, মামলা-হামলা, গ্রেফতার ও নির্যাতন করছে। যতই নির্যাতন আর গ্রেফতার করা হবে জাতীয়তাবাদী ছাত্রদল ততো বেশি শক্তিশালী হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান করবে। গণবিরোধী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার জেগে উঠা বিপ্লব গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে। অবিলম্বে সাইফুল আলম সহ গ্রেফতারকৃত সকল রাজবন্দীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
এমজে/