পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সাক্ষাত চেয়ে পুলিশ সদর দপ্তরে গেছেন বিএনপির প্রতিনিধি দল।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে বিএনপির দলটি দুপুরে পুলিশ সদর দপ্তরে পৌঁছান।
জানা গেছে, ১০ ডিসেম্বরে সমাবেশের স্থান ও গ্রেফতার-মামলার বিষয়ে আলোচনা করতে আইজিপির সঙ্গে বৈঠক করবেন বিএনপির প্রতিনিধিদল। তবে এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কারো কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
চার সদস্যের প্রতিনিধি দলের মধ্যে অন্যরা হচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে গত মঙ্গলবার (২৯ নভেম্বর) ডিএমপি ২৬ শর্তে বিএনপিকে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়।
পরে বিএনপির পক্ষ থেকে বলা হয়, নয়া পল্টনে বিভাগীয় সমাবেশ করার জন্য তারা অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছিল। সোহরাওয়ার্দী উদ্যোনে তারা চায়নি। ১০ ডিসেম্বর নয়া পল্টনের সমাবেশের ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে।