চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন। বুধবার (৩০ নভেম্বর) ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
বহুল আলোচিত তিয়ানআনমেন স্কয়ার বিক্ষোভের পর চীনের ক্ষমতায় আরোহণ করেন জিয়াং জেমিন।
সিনহুয়ার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বেলা ১২টা ১৩ মিনিটে সাংহাই শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিক। লিউকেমিয়াসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। তাকে দীর্ঘদিনের পরীক্ষিত একজন কমিউনিস্ট যোদ্ধা হিসেবে উল্লেখ করেছে দলটি।
দেশটির পার্লামেন্ট, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সামরিক বাহিনীর তরফেও তার মৃত্যুতে সমবেদনা জানানো হয়েছে।
প্রয়াত এ রাজনীতিকের প্রতি সম্মান জানিয়ে কমিউনিস্ট পার্টির প্রধান অফিস, বিভিন্ন সরকারি ভবন, বিশ্বজুড়ে চীনা দূতাবাস ও কনস্যুলেটগুলোতে দেশটির পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।