চীনে টানা পঞ্চম দিনের মতো কোভিড শনাক্তের রেকর্ড

চীনে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। সোমবার দেশটিতে টানা পঞ্চম দিনের মতো কোভিড শনাক্তের রেকর্ডের কথা জানিয়েছেন কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ হাজার ৩৪৭ জনের কোভিড শনাক্ত হয়েছে। এর মধ্যে তিন হাজার ৮২২ জনের শরীরে কোভিডের উপসর্গ দেখা গেছে। ৩৬ হাজার ৫২৫ জনের কোনও উপসর্গ পাওয়া যায়নি।

আগের দিন রবিবার ৩৯ হাজার ৭৯১ জনের করোনা শনাক্তের কথা জানায় কর্তৃপক্ষ। শনিবার এ সংখ্যা ছিল ৩৫ হাজার ১৮৩।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার-এর হিসাব অনুযায়ী, চীনে কোভিডের শুরু থেকে এ পর্যন্ত তিন লাখ ১১ হাজার ৬২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ২৩৩ জনের মৃত্যু হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img