জেরুজালেমে বোমা হামলায় আহত এক ইসরাইলির মৃত্যু

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের জেরুজালেম শহরে চলতি সপ্তাহে একটি বাস স্টেশনে যে জোড়া বোমা হামলা হয়েছিল, তাতে আহত আরও এক অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি মারা গেছে।

শনিবার ইসরাইলের কর্মকর্তারা এ ঘোষণা দেন। তারা জানান, বিস্ফোরণের দিন ওই ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছিলেন। খবর এএফপির।

জেরুজালেম শহরের পশ্চিম প্রান্তে গত বুধবার এ বিস্ফোরণ ঘটে এবং ওই দিনে এক ইসরাইলি নিহত হন।

ইসরাইলের স্বাস্থ্য বিভাগের হিসাবমতে, বিস্ফোরণ দুটিতে অন্তত ১৩ জন ইসরাইল আহত হয়েছিলেন।

২০১৬ সালের পর এই প্রথম ইসরাইলের অধিকৃত এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটল। বুধবার সকাল ৭টার দিকে জেরুজালেম শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আধাঘণ্টা পর ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, দূর নিয়ন্ত্রিত রিমোটের সাহায্যে এ বিস্ফোরণ ঘটানো হয় এবং এখন পর্যন্ত কোনো সংগঠন এর দায় স্বীকার করেনি।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং জিহাদ আন্দোলন এই হামলাকে ইসরাইলের হত্যাযজ্ঞ ও দমন-পীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাভাবিক জবাব বলে উল্লেখ করেছে।

এ ছাড়া লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এ হামলার প্রশংসা করেছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হাতে দুই শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img