রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ভ্রমণের ওপর পোল্যান্ড নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এ পদক্ষেপের কঠোর সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পোল্যান্ডের এ নজিরবিহীন পদক্ষেপ অগ্রহণযোগ্য ও উসকানিমূলক। খবর আনাদোলুর।
আগামী মাসে পোল্যান্ডে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা ওএসসিইয়ের মন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।
ওই বৈঠকে যাতে রুশ পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত হতে না পারেন, সে জন্য পোল্যান্ড ল্যাভরভের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
পোল্যান্ডও গত শনিবার এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে তারা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীসহ অন্য কোনো কর্মকর্তাকে ওয়ারশ সফরের অনুমতি দেবে না।
রুশ পররাষ্ট মন্ত্রণালয় বলেছে, এ নজিরবিহীন এবং উসকানিমূলক পদক্ষেপের মাধ্যমে ওয়ার্শ শুধু নিজেদের মর্যাদা ক্ষুণ্ন করেনি; বরং পুরো সংস্থার মাণ ক্ষুণ্ন করেছে। পোল্যান্ড বর্তমানে এই সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে।
রাশিয়া ১৯৭৫ সাল থেকে ওএসসিইর বৈঠকে যোগ দিয়ে আসছে। ওই বছরই এই সংস্থাটি গঠিত হয়।