জয়পুরহাটের কালাইয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে মিজানুর রহমান (৩৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক গোলাম সারোয়ার আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মিজানুর রহমান জয়পুরহাটের কালাই উপজেলার চকবারই ইটাতলা গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
রায় ঘোষণার সময় আসামিপক্ষের আইনজীবী ও আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলা ও আদালতের আদেশে জানা যায়, ২০০৯ সালের ১০ অক্টোবর রাত ১০টা থেকে ভোরের কোনও এক সময় জেসমিনকে (৩৩) শ্বাসরোধ করে হত্যা করে মিজানুর পালিয়ে যায়। ২৭ অক্টোবর জেসমিনের বাবা তোজাম্মেল হক বাদী হয়ে কালাই থানায় হত্যা মামলা করেন।
মামলা দায়েরের পর মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এরপর কারাগারে থাকার পর জামিনে ছিলেন তিনি। পরে কালাই থানার এসআই আকতার ২০১১ সালের ৩১ জানুয়ারি আদালতে তার নামে অভিযোগপত্র দাখিল করেন। ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মিজানুর রহমানকে যাবজ্জীবন এই দণ্ডের আদেশ দিয়েছেন।
মামলার আসামিপক্ষের আইনজীবী ছিলেন রাব্বিউল হাসান মোনেম। সরকারি পক্ষের ছিলেন এপিপি উদয় সিংহ ও পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল।