চট্টগ্রামে চায়ের দোকানের সামনে গাঁজা বিক্রির সময় মো. রাসেল (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় বস্তাভর্তি ৩৫ কেজি গাঁজা উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ। বুধবার (২ নভেম্বর) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালি থানার এসআই মো. সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘এক মাদক ব্যবসায়ী কোতয়ালি থানাধীন ব্রয়লার অ্যাভিনিউ কলোনির আবুল কালামের চায়ের দোকানের সামনে রাস্তার ওপর গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্য জানতে পারে পুলিশ। সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাসেলকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা বস্তা উদ্ধারের পর তাতে ৩৫ কেজি গাঁজা পাওয়া যায়।’
গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে কুমিল্লা থেকে পাইকারিভাবে গাঁজা কিনে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।