সাউদির বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন সাকিব

টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই এক বিশ্বরেকর্ড গড়েছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। ১২৫ উইকেট নিয়ে টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন তিনি।

সেদিন এ তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে আসেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের সংগ্রহে তখন উইকেট ছিল ১২৩।

আজ সিডনিতে ৩৩ রান দিয়ে ২ উইকেট শিকার করে ফের সাউদিকে ছুঁয়ে ফেললেন সাকিব। দুজনেরই এখন সমান ১২৫ টি করে উইকেট।

অর্থাৎ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের শীর্ষে এখন টিম সাউদি ও সাকিব আল হাসান।

এ তালিকায় সাউদি এবং সাকিবের পরে রয়েছেন আফগান তারকা স্পিনার রশিদ খান। এর পরের অবস্থানে রয়েছেন সাবেক লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন কিউই স্পিনার ইশ সোধি।

গত বছর লাসিথ মালিঙ্গাকে টপকে এককভাবে টি-টোয়েন্টির সেরা উইকেট সংগ্রাহক হয়েছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ এক বছর পর সাকিবের সেই রেকর্ড নিজের করে নিলেন সাউদি।

একনজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারি পাঁচ বোলার

সাকিব আল হাসান- ১২৫
টিম সাউদি- ১২৫
রশিদ খান- ১১৯
লাসিথ মালিঙ্গা- ১০৭
ইশ সোধি- ১০৪

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img