বহুল আলোচিত গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোটকেন্দ্রে নানা অনিয়মের কারণে বন্ধ হয়ে যাওয়া নির্বাচনের ঘটনা তদন্ত করে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার এটি নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ার কথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান অশোক কুমার দেবনাথ। তিনি ইসির এ অতিরিক্ত সচিব।
অশোক কুমার বলেন, আমরা ভোটের দিনের ঘটনায় সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি, প্রতিবেদনও চূড়ান্ত করেছি।
জানা গেছে, নির্বাচন কমিশনের কাছে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ করবে তদন্ত কমিটি।
তদন্তকালে কমিটি সিসি ক্যামেরায় চিহ্নিত করে নির্বাচন সংশ্লিষ্টদের পাশাপাশি বহিরাগত ও অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও বক্তব্য নিয়েছে।
১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের মধ্যে গোপন কক্ষে সিসি ক্যামেরায় অনিয়মের দৃশ্য দেখে দুপুরে নির্বাচন বন্ধের নির্দেশ দেয় ইসি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি করে দেন।
ঘটনার প্রায় দুই সপ্তাহ পর চূড়ান্ত প্রতিবেদন দিচ্ছে তদন্ত কমিটি।