পাকিস্তান ক্রিকেট যেমন অননুমেয়, তেমনি খেলোয়াড়দের পারফরম্যান্সও। এ কারণে সবচেয়ে বেশি চাপ থাকে অধিনায়কের ওপর। তদুপরি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে কোনো ম্যাচে হারলে তো সমালোচনার শেষই নেই!
উত্তরসূরিদের মতো বাবর আজমকেও এমন তিক্ত স্বাদ নিতে হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হারের কারণে তার অধিনায়কত্বের চাষাছোলা সমালোচনা হচ্ছে দেশটিতে। এবার এ সমালোচনার আগুনে ঘি ঢেলেছেন বাবরের উত্তরসূরি সেলিম মালিক।
পাকিস্তান দলের এ অধিনায়ক ভারতের বিপক্ষে হারের পর বাবর আজমকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তার মতে, বাবর বারবার একই ভুলের বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। টুয়েন্টি ফোর নিউজকে সেলিম মালিক সাফ জানিয়ে দিয়েছেন, বাবরের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত।
‘এত বছর খেলার পরও যদি তুমি দলকে সঠিক নেতৃত্ব দিতে না পারো, তোমার উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া। বহু খেলোয়াড়ই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন।’
তবে সেলিম মালিক বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেও রেকর্ড বলছে— ভারতের বিপক্ষে তার পারফরম্যান্স মন্দ না। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতকে ১০ উইকেটে হারিয়েছে বাবরের নেতৃত্বাধীন পাকিস্তান।
ইউআর/