আমরা রাষ্ট্রীয় বর্বরতায় পতিত হয়েছি, বললেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার দেশটির সাংবাদিক আরশাদ শরীফের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। আরশাদ শরীফ কেনিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান।

আরশাদ শরীফের হত্যাকাণ্ড নিয়ে টুইটে ইমরান খান লিখেছেন, আমি আরশাদ শরীফের হত্যাকাণ্ডে স্তম্ভিত। সত্য বলার জন্য জীবন দিয়ে মূল্য দিয়েছে সে। তাকে দেশ ছাড়তে হয়েছিল এবং লুকিয়ে থাকতে হয়েছিল কিন্তু সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য বলা অব্যাহত রেখেছিল, শক্তিশালীদের মুখোশ উন্মোচন করছিল। আজ পুরো দেশ তার মৃত্যুতে শোক জানাচ্ছে।

ইমরান খান বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আরশাদ শরীফের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করার দাবি জানিয়েছেন। আরেকটি টুইটে ইমরান লিখেছেন, আমরা রাষ্ট্রীয় বর্বরতায় পতিত হয়েছি, সভ্য সমাজে এটি অপরিচিত, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা সত্য প্রকাশে সাহস দেখায় ও ভুলগুলো তুলে ধরে (তাদের দমন করা হচ্ছে)।

এদিকে কেনিয়ার পুলিশ জানিয়েছে ভুলক্রমে আরশাদ শরীফের গাড়িতে গুলি চালায় তারা। এতে তিনি মারা যান।

পুলিশের দাবি তাদের কাছে তথ্য ছিল একজন ব্যাক্তিকে অপহরণ করে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। আরশাদ শরীফের গাড়িটিকে অপহরণকারীর গাড়ি ভেবে গুলি করে বসে পুলিশ।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img