ঢাবির প্রো-ভিসির নামে ফেইক ইমেইল খুলে অ্যাপল স্টোর থেকে পণ্য কেনার বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নামে ফেক ইমেইল এবং হোয়াটসঅ্যাপ আইডি ক্লোন করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে শাহবাগ সাধারণ ডায়েরিও করেছেন মাকসুদ কামাল। মঙ্গলবার সন্ধ্যায় তিনি যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জিডিতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উল্লেখ করেন, গত ২২ অক্টোবর সকাল ৮.৩৬ মিনিটে exgcutiveprofmail.office@gmail.com ইমেইল এবং WhatsApp আইডি খুলে আমার ছবি এবং নাম উল্লেখ করে আমার সহকর্মী এবং পরিচিত ব্যাক্তিদের কে যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানী Apple & Amazon Store থেকে বিভিন্ন প্রকার পণ্য কেনার জন্য অনুরোধ পাঠাচ্ছে। এ ধরনের প্রতারণামূলক তৎপরতা আমার সহকর্মীদের যেমন বিভ্রান্তির মধ্যে ফেলেছে, অন্যদিকে আমার মর্যাদাও ক্ষুণ করেছে।

এ বিষয়ে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, আমার নামে ফেক ইমেইল এবং হোয়াটসঅ্যাপ আইডি ক্লোন করে অ্যাপল এবং অ্যামাজন স্টোর থেকে পণ্য কেনার জন্য আমার বিভিন্ন সহকর্মীকে বার্তা পাঠানো হচ্ছে। কে বা কারা করছে তা জানি না।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদকে ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img