কিয়েভের বিভিন্ন অবকাঠামোতে আক্রমণের সময় ১৮টি রুশ ক্রুজ মিসাইল ধ্বংস করেছে ইউক্রেনের বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিট এবং মোবাইল ফায়ার গ্রুপ।
শনিবার সকালে ইউক্রেনের সামরিক বাহিনী এ তথ্য দিয়েছে। খবর সিএনএনের।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি পোস্টে বলা হয়েছে- বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিট এবং মোবাইল ফায়ার গ্রুপের দ্বারা ১৮টি শত্রু ক্রুজ মিসাইল ধ্বংস করা হয়েছে।
পোস্টে আরও বলা হয়েছে- এছাড়াও রাশিয়ানরা কৃষ্ণ সাগরে জাহাজ থেকে কালিব্র ক্রুজ মিসাইল দিয়ে আক্রমণ করেছিল। সেটাও প্রতিহত করা হয়েছে।
শনিবার কিয়েভের দিকে উড়ন্ত বেশ কয়েকটি রকেট এ অঞ্চলে বিমান প্রতিরক্ষা বাহিনী গুলি করে ভূপাতিত করেছে- শহরের মেয়র কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো একটি পৃথক বিবৃতিতে এ কথা বলেছেন।
আক্রমণ হওয়া অঞ্চলগুলোর কর্মকর্তাদের মতে, শনিবার ইউক্রেনজুড়ে একের পর এক হামলায় ওডেসা, চেরকাসি, ক্রোপিভনিটস্কি, রিভনে, খমেলনিৎস্কি এবং লুতস্কের কিছু অংশের বাসিন্দারা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনজুড়ে ধারাবাহিক আক্রমণ শুরু করেছে, বিভিন্ন স্থানে বেসামরিক অবকাঠামোতে আঘাত করেছে এবং যুদ্ধের প্রথমসারি থেকে দূরে ইউক্রেনের শহরগুলোতে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে রুশ বাহিনী।
ইউআর/