চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সমাপনী অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে।
দুর্বল চেহারার ৭৯ বছর বয়সি হু জিনতাও প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পাশে বসেছিলেন। কর্মকর্তারা তাকে শি’র কাছে থেকে সরিয়ে নিয়ে যান। তবে এ ব্যাপারে কোনো কথা বলেননি তিনি।
সপ্তাহব্যাপী কংগ্রেসের এ অনুষ্ঠানে শি জিন পিংকে তৃতীয় মেয়াদে কংগ্রেসের সভাপতি হিসেবে নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, প্রতি পাঁচ বছর অন্তর চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠান মাও সেতুংয়ের পর চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে শি জিং পিংয়ের অবস্থানকে দৃঢ় করেছে।
ইউআর/