হাসপাতালে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে ধর্মঘটের ডাক দিয়ে তারা একযোগে হাসপাতাল ত্যাগ করেন। এর আগে রাত ১১টার দিকে কর্মবিরতি করে হাসপাতালের ভেতরে অবস্থান নেন তারা। রাত ১২টার দিকে হাসপাতাল ত্যাগ করার আগে ধর্মঘটের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেন।
রাজশাহী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ইন্টার্ন চিকিৎসকেরা নিরাপত্তাহীনতার কথা বলে রাত ১২টার দিকে হাসপাতাল ছেড়ে চলে গেছেন। তাদের দাবি, হাসপাতালে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পরিচালক আরও বলেন, হাসপাতালের ঘটনায় গভীর রাতে বৈঠক করেছেন কর্তৃপক্ষ। বৈঠকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শাহরিয়ারের চিকিৎসার অবহেলার অভিযোগ তদন্তে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। একই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইউআর/