বিশ্বকাপের আগে ব্রাজিল দলে বড় দুঃসংবাদ

ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র এক মাস বাকি। সব দল নিজেদের গুছিয়ে নিয়েছে। গণমাধ্যমে প্রকাশ না করলেও একাদশও চূড়ান্ত করে ফেলেছে সবকটি দল।

বিশ্বকাপ নিয়ে যখন কাতারে সাজসাজ রব তখন বড় দুঃসংবাদ শুনল শিরোপার দাবিদার ব্রাজিল।

দলটির মাঝমাঠের প্রাণ লুকাস পাকুয়েতা ইনজুরিতে পড়েছেন। তার চোটটাও বড় ধরনের। ধারণা করা হচ্ছে— বিশ্বকাপ থেকেই হয়তো ছিটকে পড়েছেন এ ব্রাজিলিয়ান তারকা।

তার ক্লাব দল ওয়েস্ট হ্যামের কোচ ডেভিড ময়েস জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে চোট কাটিয়ে ওঠার সম্ভাবনা নেই পাকুয়েতার।

কয়েক দিন আগে সাউদাম্পটনের বিপক্ষে ওয়েস্ট হ্যামের ম্যাচেই সর্বনাশটা ঘটে পাকুয়েতার। ১-১ ড্র করা সেই ম্যাচে কাঁধে বড় চোট পান তিনি।

যে কারণে বুধবার সন্ধ্যার অ্যানফিল্ডে দেখা যায়নি তাকে। লিভারপুলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাবে মাঠে নামায়নি কোচ। এর পরই পাকুয়েতার চোট নিয়ে খোঁজখবর নিতে শুরু করেন সাংবাদিকরা।

ব্রাজিলের এ গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট কতটা গভীর? তিনি বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন কিনা প্রশ্ন করা হয় ওয়েস্ট হ্যাম কোচ ময়েসকে।

বিশ্বকাপ বিষয়ে সোজা জবাব না দিয়ে ময়েস বলেন, ‘পাকুয়েতার একটা চোট আছে। এ মুহূর্তে মনে হচ্ছে চোটটা বেশ গভীর। আমি ঠিক নিশ্চিত নই এই চোট তাকে কতদিন মাঠের বাইরে রাখবে। শেষ কিছু দিনে সে আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ধীরে ধীরে ফর্মে ফিরেছিল পাকুয়েতা। দারুণ পারফর্ম করে আমাদের দলে গতি এনে দিচ্ছিল সে। আর এমন সময়ে তাকে হারালাম, আমরা যারপরনাই হতাশ।’

প্রসঙ্গত, গেল দলবদল মৌসুমে ব্রাজিলিয়ান এ মিডফিল্ডার ৫১ মিলিয়ন ইউরো খরচায় দলে ওয়েস্ট হ্যামে পাড়ি জমিয়েছিলেন।

শেষ দুই বছরে ব্রাজিল দলে দারুণ পারফর্ম করেছেন পাকুয়েতা। মিডফিল্ডার হলেও আক্রমণে উঠে গোল করার দারুণ যোগ্যতা রয়েছে তার। অ্যাটাকিং মিডফিল্ডার বলা হয় তাকে। ব্রাজিলের শেষ ২০ ম্যাচের মাত্র একটিতে তিনি ছিলেন না শুরুর একাদশে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img