ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের উদ্যোগের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কাজাখস্তানের রাজধানী আস্তানায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে পুতিন এরদোগানের এ প্রশংসা করেন। খবর আনাদোলুর।
পুতিন বলেন, মস্কো ও কিয়েভের মধ্যে বন্দিবিনিময় থেকে শুরু করে ইউক্রেনের শস্য রফতানি চুক্তি— সব ক্ষেত্রেই মধ্যস্থতা করেছে তুরস্ক।
এর আগে আস্তানায় দুই নেতার মধ্যে বৈঠক করেন। পুতিন বলেন, যুদ্ধ থামাতে প্রথম থেকেই ব্যক্তিগতভাবেই বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছেন এরদোগান।
এছাড়া ইউক্রেনের সঙ্গে রাশিয়ার মধ্যস্থতাকারী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন এরদোগান। এ কারণে তার কাছে আমরা কৃতজ্ঞ।
তুরস্ক ছাড়াও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে আরব আমিরাত।
পুতিন বলেন, ইউক্রেনকে ধ্বংস করে ফেলা রাশিয়ার লক্ষ্য নয়, বিশেষ সামরিক অভিযানের প্রধান লক্ষ্য মেস্কো এরই মধ্যে অর্জন করে ফেলেছে বলেও উল্লেখ করেন তিনি।
ইউআর/