সম্প্রতি উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো দক্ষিণ কোরিয়ার ওপর পারমাণবিক হামলার মহড়া বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। পাঁচ বছরের মাথায় প্রথমবার উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে–এমন গোয়েন্দা তথ্য সামনে আসার পর পিয়ংইয়ং একথা জানালো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
সম্প্রতি যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এই মহড়ার পাল্টা পদক্ষেপ হিসেবে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।
সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে দাবি করা হয়েছে, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম হিসেবে এসব ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, এগুলো স্বল্প পাল্লার অস্ত্র এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা। সেনাবাহিনী এগুলোতে আসল ওয়ারহেডের ডামি সংস্করণ লোড করার অনুশীলন করেছে।
মহড়ায় সফলভাবে দক্ষিণ কোরিয়ার সামরিক ঘাঁটি, বন্দর, বিমানবন্দরে আঘাত করার অনুশীলন করা হয়েছে। এই উৎক্ষেপণ ছিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতি সতর্কবার্তা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেএনসিএ একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে উত্তর কোরীয় নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ ও নির্দেশনা দিচ্ছেন।
মার্কিন ও দক্ষিণ কোরীয় গোয়েন্দা কর্মকর্তারা ইঙ্গিত দিয়ে আসছেন ২০১৭ সালের পর প্রথমবার একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে পিয়ংইয়ং।
বিশেষজ্ঞরা মনে করেন, দেশটি প্রথমে ছোট আকারের একটি ট্যাকটিক্যাল অস্ত্রের বিস্ফোরণ ঘটাতে পারে। যা দেশটির পরীক্ষা করা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম।
ইউআর/