ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন জাপোরিঝিয়ায় রাশিয়ার ভয়াবহ হামলা

ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন জাপোরিঝিয়ায় রোববার দিবাগত রাতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা।

এ ঘটনায় ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন রাশিয়ান কর্মকর্তারা৷ প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি ও আঞ্চলিক কর্মকর্তা ওলেক্সান্ডার স্তারুক ১২ জন নিহত হওয়ার তথ্য জানিয়ে বলেছেন, হামলায় ক্ষতিগ্রস্ত ভবনে অনেক মানুষ আটকে পরেছেন৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

হামলার ব্যাপরে টেলিগ্রামে প্রেসিডেন্ট জেলেনস্কি লিখেছেন, শান্তিপ্রিয় মানুষের ওপর আবারও নির্দয় হামলা৷ মাঝরাতে বেসামরিক মানুষদের বাড়ির ওপর হামলা হয়েছে।

তিনি জানান, এ হামলায় আহত ৪৯ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরমধ্যে ৬ জন শিশু রয়েছে।

অন্যদিকে ভয়াবহ হামলার ব্যাপারে ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন জাপোরিঝিয়া সিটি কাউন্সিলের সেক্রেটারি আনাতোলি কুরতেভ টেলিগ্রামে জানিয়েছেন, হামলায় ১৭ জন নিহত, ২০টি বাড়ি ও ৫০টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে৷

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img