চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৫৮

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মুস্তাকিম (১০)। তিনি নগরীর বাসিন্দা। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে বুধবার (৫ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন বেসরকারি হাসপাতালে এবং ২০ জন সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সুজন বড়ুয়া বলেন, ‘বুধবার রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫৮ জন। চলতি মাসের (১ থেকে ৬ অক্টোবর) ছয় দিনে ১৯৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে গত মাসে পাঁচ ও চলতি মাসে মারা গেছেন এক জন।’

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ডেঙ্গুতে জুন মাসে ১৭, জুলাইয়ে ৫০, আগস্টে ৭৬, সেপ্টেম্বরে ৪৩৪ এবং চলতি মাসে ১৯৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img