রাতের আঁধারে লঞ্চের ধাক্কায় ডুবলো নৌকা, জেলের লাশ উদ্ধার

ভোলা সদরের ইলিশা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় দুই জেলেসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই সময় এক জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও অন্য এক জেলে নিখোঁজ হন। শনিবার (১ অক্টোবর) দুপুরে মেঘনা নদীর কন্দ্কপুর এলাকা থেকে নিখোঁজ জেলে কামাল জমাদারের লাশ উদ্ধার করে কোস্ট গার্ড। তিনি সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কন্দ্কপুর গ্রামের বাসিন্দা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাফিউল কিঞ্জল জানান, শুক্রবার রাতে মেঘনা নদীর শাখা নদী ইলিশায় মাছ শিকারের সময় একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় দুই জেলেসহ মাছ ধারার নৌকাটি ডুবে যায়। এ সময় পার্শ্ববর্তী অন্য একটি নৌকার জেলেরা ইউছুফ নামের এক জেলেকে উদ্ধার করেন। তবে কামাল জমাদার নিখোঁজ ছিলেন।

তিনি আরও জানান, কোস্ট গার্ডের সদস্যরা শনিবার দুপুর ২টার দিকে মেঘনা নদীর কন্দকপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় কামাল জমাদারের লাশ উদ্ধার করেন। পরে পুলিশের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর কর হয়।

দুর্ঘটনাটি রাতের বেলায় হওয়ায় যাত্রীবাহী লঞ্চের নাম এবং কোন রুটে চলাচল করে তা কেউ বলতে পারেনি। স্থানীয়রা ধারণা করছে, ঢাকা-বরিশাল রুটের যেকোনও লঞ্চ দুর্ঘটনাটি ঘটিয়েছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img