রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতনের সঙ্গে শুক্রবার ফোনালাপ করেছেন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা।
বাহরাইন এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। খবর আরব নিউজের।
এমন একসময় দুই নেতার মধ্যে ফোনালাপ হয়, যখন ইউক্রেনের চারটি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছেন পুতিন।
বাহরাইনের বাদশাহর সঙ্গে মধ্যপ্রচ্য এবং উত্তর আফ্রিকার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন পুতিন।
এ সময় সাংহাই সহযোগিতা সংস্থায় (এসসিও) যোগ দেওয়ার ইচ্ছ প্রকাশ করেন বাহরাইনের বাদশাহ।
রাশিয়ার দাবি, তারা দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনের গণভোটে তাদের জয় হয়েছে। এ কারণে অধিকৃত এ চার অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে।
ইউআর/