ব্রাজিলের খেলায় কলা ছোড়া হলো মাঠে, ক্ষুব্ধ রিচার্লিসন

বিশ্বকাপের আগে তিউনিসিয়ার বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিলেন নেইমার-কাসিমিরোরা। প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে আফ্রিকার মুসলিম দলটির মুখোমুখি হয় ব্রাজিল। ৫-১ গোলের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় ব্রাজিল।

এমন গোলের বন্যার ম্যাচেও ঘটে গেল অনভিপ্রেত ঘটনা। অযাচিত আক্রমণের শিকার হলেন ব্রাজিলীয় তারকা রিচালির্সন। গ্যালারি থেকে ব্রাজিল ফুটবলারদের ওপর কলা ছোড়ার ঘটনাও ঘটেছে।

ম্যাচ চলাকালীন ১৯তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন রিচার্লিসন। গোলের উদযাপন করতে প্রতিপক্ষের কর্নার সীমায় দৌড়ে যান তিনি। তার পিছু পিছু ছুটে আসেন নেইমারসহ সতীর্থরাও। এ সময়ই ব্রাজিল ফুটবলারদের উদ্দেশ্যে গ্যালারি থেকে হঠাৎ করেই কলা ছুড়ে মারা হয়।

কলাটি কারও শরীরে গিয়ে লাগেনি। মাটিতে পড়ে থাকা কলাটি পা দিয়ে সরিয়ে দেন ব্রাজিলের আরেক তারকা।

ধারণা করা হচ্ছে— রিচার্লিসনের উদ্দেশ্যেই কাণ্ডটি ঘটিয়েছেন দর্শকদের কেউ। ঘটনাটি একজন না একাধিকজন ঘটিয়েছেন তা অবশ্য বোঝা যায়নি।

এ ঘটনায় ভীষণ চটেছে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন। কড়া ভাষায় নিন্দা করা হয়েছে তাদের পক্ষ থেকে।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ বলেছেন, ‘প্যারিসের ওই ঘটনায় আমি খুবই হতাশ। ঘটনায় দায়ীকে খুঁজে বের করে শাস্তি দিতে পারলেই এ ধরনের অসভ্যতা বন্ধ করা সম্ভব হবে।’

ব্রাজিল অ্যাসোসিয়েশনকে শান্ত করতে প্যারিস কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি দেখছে।

তবে ম্যাচশেষে টুইটারে ঘটনাটি নিয়ে নিন্দা ও ক্ষোভ উগরে দেন রিচার্লিসন। ঘটনাটিকে বর্ণবাদী আচরণ হিসেবে উল্লেখ করেছেন টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড।

এ ফরোয়ার্ড লেখেন— ‘বর্ণবাদের মতো এমন ধরনের ঘটনা প্রতিদিনই ঘটছে। এসব ঘটনা যারা ঘটাচ্ছে, তারা শাস্তি না হওয়ার কারণে দিনের পর দিন এসব ঘটনা বেড়েই চলছে।’

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img