স্ত্রীকে হত্যার পর লাশ খাটের নিচে লুকিয়ে রাখার অভিযোগ

ঝালকাঠির রাজাপুরের পূর্ব বাদুরতলা গ্রামের মিলবাড়ি এলাকায় শারমিন বেগম (২৫) নামে এক সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ খাটের নিচে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব বাদুরতলা গ্রামের স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ অভিযুক্ত স্বামী হাসানকে আটক করেছে। তিনি উপজেলার পূর্ব বাদুরতলা গ্রামের মিলবাড়ি এলাকার শহিদুল ইসলামের ছেলে ও পেশায় রিকশাচালক। নিহত শারমিন সদর উপজেলার শাচিলাপুর গ্রামের মনির খানের মেয়ে।

এলাকাবাসীর অভিযোগ থেকে জানা গেছে, হাসান নেশাগ্রস্ত হওয়ায় প্রায়ই স্ত্রী শারমিনকে নানা কারণে নির্যাতন করে আসছিলেন। রবিবার দুপুর পারিবারিক বিরোধের জেরে বাগবিতণ্ডার একপর্যায়ে হাসান তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে নিজ ঘরের খাটের নিচে লাশ লুকিয়ে রাখে। একটি শিশু খাটের নিচে লাশ দেখতে পেয়ে বাড়ির সবাইকে জানায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ওই বাড়ির খাটের নিচ থেকে ওই লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এই ঘটনায় অভিযুক্ত হাসানকে সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img