মোদি সরকার করোনা মোকাবিলায় ব্যর্থ: সোনিয়া গান্ধী

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে দোষারোপ করলেন দেশটির কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে কেন্দ্রের নতুন টিকাদান নীতির সমালোচনা করেন।

শুক্রবার (৭ মে) সোনিয়া গান্ধী বলেন, মহামারি পরিচালনার ক্ষেত্রে মোদি সরকার ব্যর্থ। করোনা পরিস্থিতি নিয়ে অবিলম্বে একটি সর্বদলীয় সভা আহ্বান করার দাবি করেছেন তিনি।

মোদি সরকারের আমলে দেশ ডুবছে বলে কটাক্ষ করেছেন তিনি বলেন, করোনা সংকট মোকাবিলায় এমন একজন নেতার প্রয়োজন যার দূরদর্শিতা রয়েছে।

সোনিয়া গান্ধীর অভিযোগ, নতুন ভ্যাকসিন নীতি থেকেই বোঝা যাচ্ছে কেন্দ্রীয় সরকার ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে সকল ভারতীয়কে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহের দায়িত্ব থেকে সরে আসতে চাইছে। এটি আমাদের যুবকদের প্রতি সরকারের দায়বদ্ধতার সম্পূর্ণ বিসর্জন।

এছাড়া নতুন টিকাদান নীতির সমালোচনা করে এই সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী বলে মন্তব্য করেন এবং এই নীতি মহামারিতে আক্রান্ত সাধারণ মানুষের দুর্দশা আরও বাড়িয়ে তুলবে বলে তার অভিমতও ব্যক্ত করেন সোনিয়া গান্ধী।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img