তাইওয়ানের পূর্ব উপকূলে শনিবার ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউএসজিএস জানায়, উপকূলীয় শহর তাইতুংতে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিয়ে ভূমিকম্পটি অনুভূত হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্টের ১০ কিলোমিটার গভীরে।
অবশ্য তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরোর মতে ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ৪ মাত্রায়।
দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।
অবশ্য সাত মাত্রার থেকে বেশি শক্তিশালী ভূমিকম্প না হলে দ্বীপটিতে সুনামির সতর্কতা জারি করা হয় না।
ইউআর/