আঘাত পেলেন মুশফিক, পায়ে ৬ সেলাই

এশিয়া কাপে ব্যর্থতার পর দেশে ফিরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। যে কারণে আসন্ন বিশ্বকাপকে নিয়ে কোনো ব্যস্ততা নেই মুশফিকের।

তবে তাই বলে অনুশীলন থেমে নেই মি. ডিপেন্ডেবলের। আর সেই অনুশীলন করতে গিয়েই আহত হয়েছেন তিনি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে শনিবার ব্যক্তিগত অনুশীলন করতে গিয়ে বাঁ পায়ে আঘাত পেয়েছেন মুশফিক। ৬ সেলাই করতে হয়েছে তার পায়ের চোটাক্রান্ত স্থানে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘আজ সকালে জিমে অনুশীলনের সময় পাঁয়ে চোট লাগে মুশফিকের। হাসাপাতালে নিয়ে গেলে আঘাত পাওয়া স্থানে ৫ থেকে ৬ টা সেলাই দিয়েছেন চিকিৎসক। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে।’

কবে নাগাদ চোট সারতে পারে মুশফিকের? বিসিবির এ চিকিৎসক বললেন, ৭ দিন পর আবার চেক আপ করা হবে। তখন নিশ্চিত হওয়া যাবে আসলে সুস্থ হতে কতদিন লাগবে তার।

তবে এমন সেলাই কমপক্ষে দুই সপ্তাহের আগে ঠিক হয় না বলে ধারণা দিলেন তিনি। মুশফিককে দুই সপ্তাহে বিশ্রামে থাকতে হবে এমনটি পরামর্শ দিয়েছেন চিকিৎসকরাও।

বিশ্বকাপের ব্যস্ততা না থাকলেও জাতীয় ক্রিকেট লিগ রয়েছে অক্টোবরে। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা লিগের। সেখানে রাজশাহী বিভাগের হয়ে সব রাউন্ড খেলার কথা মুশফিকের। কিন্তু এ চোটের পর তার সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা জেগেছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img