আজ শনিবার ( ১৭ সেপ্টেম্বর ) দুপুরে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর ২টায়(বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) সভা শুরু হবে।
লন্ডনের চেশার স্ট্রিটের অট্রিয়াম ভেন্যুতে এ সভা অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ শনিবার সকালে বাংলা ট্রিবিউনকে জানান, প্রধানমন্ত্রী এখান থেকে যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানেও তার অনেকগুলো নীতি-নির্ধারণী পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে। এ কারণেই তিনি যাতে করোনামুক্ত থাকতে পারেন, সেজন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের আজকের সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন শেখ হাসিনা। আসনগুলো এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যাতে নেত্রী সবাইকে দেখতে পারেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী জানান, লন্ডনে বাঙালি কমিউনিটির বিশিষ্টজন, দলীয় নেতাকর্মীসহ ৭০০ জন আজকের সভায় অংশ নেবেন।
প্রবাসী কমিউনিটি ও দলের নেতাকর্মীদের প্রতি নেত্রী আজ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে আমাদের আশা- যুক্ত করেন আহাদ চৌধুরী।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লন্ডনে এসে পৌঁছেছেন। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে তিনি এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সরকারি সফরে রয়েছেন।
আজ যুক্তরাজ্যের বিরোধী দলীয় লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী ১৮ সেপ্টেম্বর বাকিংহাম প্যালেসে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে যুক্তরাজ্যের রাজার আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেবেন।
১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন। একই দিন সন্ধ্যায়, বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রী লন্ডন ত্যাগ করবেন।
ইউআর/