পশ্চিমতীরে ইসরাইলি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরের ইসরাইলি সেনারা গুলি করে দুই ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানান, পশ্চিমতীরের জেনিন শহরে একটি চেকপোস্টের কাছে বুধবার সকালে আহমেদ আবেদ (২৩) ও আব্দুল রহমান আবেদ (২২) নামে দুই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা। খবর ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার।

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলি সেনারা পশ্চিমতীরে বর্বরতার মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং ফিলিস্তিনিদের ঘরবাড়িতে তল্লাশিসহ নানা ধরনের অত্যাচারের কারণে পশ্চিমতীরজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

ইসরাইলি বাহিনী বুধবার এক বিবৃতিতে বলেছে, পশ্চিমতীরের জেনিন শহরের নিরাপত্তা চৌকির খুব কাছাকাছি দুই ফিলিস্তিনিকে ইসরাইলি সেনারা আটক করার চেষ্টা করলে ওই দুই ফিলিস্তিনি গুলি ছোঁড়ে।

তখন ইসরাইলি সেনারা ওই দুই ফিলিস্তিনি সন্দেহভাজনের ওপর পাল্টা গুলি চালায়। এতে তাদের মৃত্যু হয়েছে। তারা দুজনেই জেনিন শহরের কাফ্র দান এলাকার বাসিন্দা।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনিরা গুলি চালিয়েছে কিন্তু তাদের কোনো সেনা হতাহত হয়নি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img