গ্রিসকে তুরস্কের হুমকি

তুরস্কের পররাষ্টমন্ত্রী মেভলুত কাভাসোগলু সোমবার গ্রিসকে হুমকি দিয়ে বলেছেন, গ্রিস যেন অন্য কোনো দেশের হয়ে উস্কানিমূলক কিছু না করে, অন্যথায় গ্রিসকে এর ঝামেলা পোহাতে হবে।

আঙ্কারার হায়মানা বিভাগে একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী কাভাসোগলু বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ করে যাচ্ছে তুরস্ক। কিন্তু তবুও গ্রিস ‘উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে’।

গ্রিসকে হুমকি দিয়ে তার্কিস পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী গ্রিসের কাছে এটি একটি সতর্কতা। অন্যের পুতুল হবেন না। উস্কানি দেওয়া অব্যাহত রাখবেন না, তুরস্কের বন্ধুত্ব প্রাচীন কিন্তু তুরস্কের শত্রুতা মারাত্মক, এটিও মাথায় রাখবেন।

তিনি আরও বলেন, আমাদের মানবিক এবং উদ্যোমী পররাষ্ট্রনীতি দিয়ে আমরা আমাদের স্বার্থ ও অধিকার সবক্ষেত্রে রক্ষা করি। আমাদের প্রজেক্টগুলো শুধুমাত্র আমাদের দেশেই শান্তি আনবে না, বৈশ্বিক পর্যায়ে শান্তি আনবে।

এদিকে গ্রিসের সঙ্গে উত্তেজনা চলার মধ্যেই কড়া ভাষায় গ্রিসকে হুশিয়ারি এবং হুমকি দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img