জাতীয় প্রেসক্লাবে বৃক্ষরোপণ করলেন তথ্যমন্ত্রী

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভেতরে বৃক্ষরোপণ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় প্রেসক্লাবের গ্রিন জোনে তিনি একটি ডালিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ শুরুর আগে ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পরপরই ১৯৮৩ সালে কৃষকলীগের মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে বৃক্ষরোপণ বাংলাদেশে একটি আন্দোলনের রূপ পায়। তারই হাত ধরে বাংলাদেশের বহু এলাকা বৃক্ষ আচ্ছাদিত হয়েছে। বনভূমিও বৃদ্ধি পেয়েছে। এটির কারণ, মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে।’

মন্ত্রী বলেন, ‘আজ প্রেসক্লাবকে ধন্যবাদে জানাই। তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার হবে।’

বৃক্ষরোপনকালে আরও ছিলেন– জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক সভাপতি সাইফুল আলমসহ জাতীয় প্রেসক্লাবের নেতারা।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img