সরকারের আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতার ক্ষেত্রে ‘সর্বনিম্ন করণীয়’ অর্জন করতে না পারলেও গত বছরের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত ‘ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট-২০২২’ এ একথা জানানো হয়।
গত বছরের রিপোর্টে অগ্রগতির বিষয়টি উল্লেখ না থাকলেও শুক্রবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত রিপোর্টে ‘আর্থিক ব্যবস্থাপনা স্বচ্ছতা’র ক্ষেত্রে সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে জানানো হয়।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনের জন্য বিশ্বের ১৪১টি দেশের ওপর সমীক্ষা চালানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এসব দেশের মধ্যে ৭২টি দেশের সরকার আর্থিক স্বচ্ছতার ন্যুনতম প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ৬৯টি দেশ স্বচ্ছতার ন্যুনতম শর্ত পূরণ করতে পারেনি। যদিও শর্ত পূরণে ব্যর্থ হওয়া ৬৯টি দেশের মধ্যে ২৭টি দেশ আর্থিক স্বচ্ছতার ন্যুনতম শর্ত পূরণের লক্ষ্যে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রিপোর্টে বলা হয়, ‘২০২২ মেয়াদে সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বাৎসরিক রিপোর্ট প্রকাশ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এছাড়া সরকারের প্রস্তাবিত এবং গৃহীত বাজেট জনগণের কাছে অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছে।’
বাংলাদেশ আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা বৃদ্ধির জন্য রিপোর্টে চারটি সুপারিশ করা হয়েছে। এরমধ্যে রয়েছে বাজেট ডকুমেন্ট আন্তর্জাতিক মান অনুযায়ী তৈরি করা; অডিট সংস্থাকে আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করা; সময়মতো সঠিকভাবে অডিট রিপোর্ট প্রকাশ করা এবং প্রাকৃতিক সম্পদ উত্তোলন সম্পর্কিত তথ্য জনগণকে অবহিত করা।
ইউআর/